ইস্ট বেঙ্গলের ভারত গৌরব সম্মানের তালিকায় রতন টাটা , ভারত গৌরব সম্মান পাবেন নীতা আম্বানী

PB News Desk: এই প্রথম ইস্টবেঙ্গলের (East Bengal Club) ভারত গৌরব সম্মান পাবেন না কোনও খেলোয়াড়। তার বদলে যিনি এবার এই সম্মান পাবেন তাঁকে গোটা দেশ এক ডাকে চেনে। শুধু দেশ কেন, তাঁর পরিচিতি বিশ্বজুড়ে।rপয়লা অগাস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। ওই দিন জীবনকৃতি সম্মান পাবেন প্রাক্তন ফুটবলার তরুন বসু এবং ক্রিকেটার অরূপ ভট্টাচার্য।

এ বছর ইস্ট বেঙ্গলের (East Bengal Club) ভারত গৌরব সম্মান পাচ্ছেন রতন টাটা। আগামী বছর ভারত গৌরব সম্মান নীতা আম্বানীকে দেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল (East Bengal Club)। বর্ষসেরা ফুটবলার ক্লেটন সিলভা। সেরা এমার্জিং ফুটবলার হয়েছেন নাওরেম মহেশ সিং। সোমবার ইস্ট বেঙ্গলের (East Bengal Club) শীর্ষকর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar) জানিয়েছেন, খেলাধুলায় দীর্ঘ অবদান রাখার জন্য ভারত গৌরব সম্মানের জন্য বেছে নেওয়া হবে রতন টাটাকে।