কলকাতা

রাজভবনের তরফে শুরু শারদ সম্মান প্রদান, প্রাপক বাংলার সেরা পুজো

শারদ সম্মান

এবার রাজভবন থেকেও সেরার সেরা দুর্গা পুজোকে বেছে নেওয়া হবে। বাংলার সেরা দুর্গাপুজো মণ্ডপকে ‘বাঙালি আনা’ পুরস্কার দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুরস্কার মূল্য হিসেবে ৫ লাখ টাকা তুলে দেওয়া হবে ওই পুজো কমিটিকে।

আগামী বিজয়া দশমীর দিন সেরা পুজো মণ্ডপকে এই বাঙালি আনা পুরস্কার দেওয়া হবে। রাজভবন থেকে একটি বিচারমণ্ডলী তৈরি করা হচ্ছে এই বাঙালিয়ানা পুরস্কারের জন্য। সেই বিচারকমণ্ডলীই গোটা বাংলার থেকে সেরা পুজো কমিটিকে বেছে এই পুরস্কারের জন্য।

আরও খবর- সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা দর্শনে গিয়ে সজল ঘোষের সাথে খোঁজ মেজাজে কৌস্তুভ

রাজভবনের তরফে শুরু শারদ সম্মান প্রদান, প্রাপক বাংলার সেরা পুজো

রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ জেলার সেরা পুজো কমিটি গুলিকে শারদ সম্মান দেন তিনি। এবার রাজভবনের তরফে শুরু হল শারদ সম্মান প্রদান।