November 24, 2024 1:03 am

ভাতারে পেঁপে গাছে ফলছে পাতিহাঁস!, দেখতে ভীর জনতার

পেঁপে গাছ আমাদের অনেকের বাড়িতেই আছে। বাড়ির সামনে একটু যায়গা থাকলেই যে ফলের গাছ লাগাইনা কেন একটি পেঁপে গাছ লাগানো চাই। বিশেষ করে গ্রামবাংলায় এটা বেশি হয়ে থাকে। কারন পেঁপের বহু গুনাগুন আছে। কাঁচা পেঁপের পাশাপাশি পাকা পেঁপের বহু পুষ্টি গুন রয়েছে আমরা সকলেই জানি।

গাছের মধ্যে পেঁপে নানা ধরনের ধরে থাকে, মানে এক একটি গাচ্ছে এক এক রকম। লম্বা,গোল নানা আকৃতির পেঁপে দেখতে পাওয়া যায়। কিন্তু পূর্ব বর্ধমানের ভাতারে এক বাসিন্দার বাড়িতে পেঁপে গাছে নাকি পেঁপে ধরেছে একদম পাতিহাঁস আকৃতির।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের সুকান্তপল্লীর অয়োন ঘোষের বাড়িতে একটি পেঁপে গাছ রয়েছে। যা তিনি গত এক বছর আগে লাগিয়েছিলেন। সেই পেঁপে গাছে পেঁপে ধরছিল কিন্তু হঠাৎ করে সেই পেঁপে গাছের মধ্যে একটি পাতিহাঁস আকৃতির পেঁপে ধরে। সেই খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এবং সেই পেঁপে কি দেখতে ভিড় জমায় এলাকার মানুষ।

অয়োন বাবু জানান তিনি এক বছর আগে এই পেঁপে গাছটি লাগিয়ে ছিলেন, তার গাছে পাতিহাঁস আকৃতির পেঁপে ধরেছে এই খবর রটতেই প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন তার বাড়িতে। অনেকে আবার ছবি তুলে মোবাইল বন্দিও করছেন।

স্থানীয় বাসিন্দা প্রেরন কৃষ্ণ মাহাতো বলেন ‘ তিনি এই ধরনের গাছে পেঁপে ধরেছে শুনে তিনি দেখতে যান, একটু দুর থেকে দেখলে একে বারেই পাতিহাঁস আকৃতির, তার মত অনেকেই এই পাতিহাঁস আকৃতির পেঁপে দেখতে ভিড় জমাচ্ছেন। তবে দেখতে আসা সকলেই বলেছেন এধরনের পেঁপে তারা আগে কোনদিন দেখেনি।