November 24, 2024 1:38 am

মানুষের পেনশন নেই , বেতন-চাকরি পাচ্ছে না –ক্লাব গুলোতে পুজোর অনুদান ৭০ হাজার টাকা ! সাধারণ মানুষের মনের প্রশ্নটাই উঠে এল বিচারপতি সিনহার মুখে

মানুষের পেনশন নেই , বেতন-চাকরি পাচ্ছে না –ক্লাব গুলোতে পুজোর অনুদান ৭০ হাজার টাকা ! সাধারণ মানুষের মনের প্রশ্নটাই উঠে এল বিচারপতি সিনহার মুখে

হাইকোর্টেও উঠে এল পুজোর অনুদানের প্রসঙ্গ

PB NEWS :- এবার হাইকোর্টেও উঠে এল পুজোর অনুদানের প্রসঙ্গ। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে দুর্গাপুজো সংক্রান্ত একটি মামলা ছিল। সেই মামলার শুনানি চলাকালীনই বিচারপতি সিনহা বললেন, “আমি অনেক মামলা শুনেছি, যেখানে মানুষ বেতন, পেনশন, চাকরি পাচ্ছেন না। আর পুজো কমিটিগুলিকে টাকা দেওয়া হচ্ছে!”প্রসঙ্গত , এ বছর রাজ্যের ক্লাব গুলোতে পুজোর অনুদান ৭০ হাজার টাকা। গত বছর ছিল ৬০ হাজার টাকা। এবার একলাফে বেড়ে ৭০ হাজার হয়ে গিয়েছে।

কার্যত সাধারণ মানুষের মনের প্রশ্নটাই যেন উঠে এল বিচারপতির মুখে। দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত একটি মামলা ছিল কলকাতা হাইকোর্টে। তমলুকের একটা দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলা। সেখানে বিচারপতি জানতে চান, কতগুলি পুজো হয় ? তমলুক পুরসভার আইনজীবীর জবাব, ৪০-৫০টি দুর্গাপুজো হয়। কালীপুজো ২০০-২৫০টি হয়। এরপর বিচারপতি অমৃতা সিনহা কার্যত পুজো অনুদান নিয়ে ফুঁসে ওঠেন। তিনি জানিয়েছেন, মানুষ পেনশন পাচ্ছেন না, বেতন পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, এনিয়ে রোজ মামলা আসছে, আর দুর্গাপুজোয় ক্লাব পিছু ৭০ হাজার ?

আরও খবর- ট্রেন দেয়নি পূর্ব রেল , বাসে করে কর্মীদের নিয়ে দিল্লি যাত্রা তৃণমূলের

মানুষের পেনশন নেই , বেতন-চাকরি পাচ্ছে না –ক্লাব গুলোতে পুজোর অনুদান ৭০ হাজার টাকা ! সাধারণ মানুষের মনের প্রশ্নটাই উঠে এল বিচারপতি সিনহার মুখে

কার্যত মুখ্যমন্ত্রীর ভাবনায় এই বিপুল অনুদান। কিন্তু সরকারি টাকা দিয়ে কীভাবে ক্লাবকে পুজো অনুদান দেওয়া হয় তা নিয়ে বিতর্কটা কোনও অংশে কমেনি। তবে অনেকের মতে, ক্লাবকে হাতে রাখার জন্য সরকারের এই ভাবনা। তাছাড়া একটা বিশেষ সম্প্রদায়কে তৃণমূল সরকার তোষণ করে বলে যে অভিযোগ রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার জন্যও দুর্গাপুজোতে এই বিপুল অনুদানের ভাবনা।