বক্সারের রঘুনাথপুর স্টেশনে লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনা , দুর্ঘটনার পিছনে কোনও নাশকতা ? নর্থ-ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় তদন্তের নির্দেশ রেলের। রেলের শীর্ষ আধিকারিকদের একটি দল তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ওই জায়গায় রেল লাইন ভাঙা রয়েছে একাধিক জায়গায়। ফলে এই দুর্ঘটনার নেপথ্যে নাশকতার কারসাজির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রেল।
জানা গিয়েছে , দুটি এসসি থ্রি টায়ার কোচ উল্টে যায় এবং চারটি বগি লাইনচ্যুত হওয়ার জেরে এই দুর্ঘটনা ঘটে। একের পর এক মোট ২১টি বগি লাইনচ্যুত হয়। প্রসঙ্গত, বুধবার রাতে সাড়ে ৯টা নাগাদ দিল্লি থেকে কামাখ্যা গামী নর্থ-ইস্ট এক্সপ্রেস বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগি সম্পূর্ণ উল্টে যায়। বগিগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বক্সার জেলার জেলা স্তরের আধিকারিক ও চিকিৎসকরা।