November 24, 2024 1:48 am

১২০ কোটি মাইল দূরের গ্রহাণু থেকে ফিরল নাসার মহাকাশযান , সঙ্গী ২৫০ গ্রাম ধুলো-পাথর

১২০ কোটি মাইল দূরের গ্রহাণু থেকে ফিরল নাসার মহাকাশযান , সঙ্গী ২৫০ গ্রাম ধুলো-পাথর

PB NEWS :- ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর ফ্লোরিডার কেপ কানাভেরাল স্পেস ফোর্স বেস থেকে যাত্রা শুরু করেছিল ওসাইরিস রেক্স। ২০১৮-র ৩ ডিসেম্বর, ১২০ কোটি মাইল দূরে, বেনু গ্রহাণুর কাছে পৌঁছেছিল নাসার মহাকাশযানটি। ২০২০-র অক্টোবরে, মহাকাশযানটি মাত্র ১০ সেকেন্ডের জন্য গ্রহাণু বেনুর ভূপৃষ্ঠ স্পর্শ করেছিল। সংগ্রহ করেছিল ধুলো-পাথরের স্তূপ।

সূত্রের খবর , ভারতীয় সময় রবিবার রাত ৮টা ২২ মিনিটে আমেরিকার উটাহ মরুভূমিতে অবতরণ করে রিটার্ন ক্যাপসুলটি। ক্যাপসুলটিকে উদ্ধারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, উটা মরুভূমিতে পাঠানো হয়েছে হেলিকপ্টার। এরপর গ্রহাণু নমুনা নিয়ে যাওয়া হবে টেক্সাসে অবস্থিত নাসার গবেষণাগারে।

গ্রহাণু বেনু থেকে প্রায় ২৫০ গ্রাম ধুলো-পাথরের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরেছে ক্যাপসুলটি। গবেষণায় কী পাওয়া গেল, ১১ অক্টোবর তা প্রকাশ করবে নাসা। প্রসঙ্গত এই প্রথম কোনও গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করল নাসা।

মুখ্যমন্ত্রীর পরে এবার বিদেশ সফরে রাজ্যপাল ‘বোস’ – বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ

বাংলার জন্য অনেকটা কাজ , বড় বড় চুক্তি হয়েছে” – বিদেশ সফর সেরে কলকাতায় নেমে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী