কাপুর পরিবার
একটি বিষয় বলিউডের কাপুর পরিবার চিরকালই মেনে এসেছে, যা পরবর্তীকালে ধীরে-ধীরে ভেঙেছে পরিবারের মহিলারাই। একটা সময় ছিল যখন কাপুর-মহিলাদের সিনেমায় অভিনয় করার অনুমতি ছিল না। পরিবারের বধূ এবং মেয়েরা সিনেমায় অভিনয় করতেন না। পরিবারের কোনও ছেলের সঙ্গে যদি কোনও অভিনেত্রীর বিয়ে হত, তা হলে বিয়ের পর সেই অভিনেত্রীকে কাজ ছাড়তে হত।
এমন নিদর্শন রণবীর কাপুরের মা নিতু কাপুর এবং করিনার মা ববিতা কাপুর। এই পরিবারের সকলেই তাবড়-তাবড় অভিনেতা। পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে আজকের রণবীর কাপুর। এক সাক্ষাৎকারে করিনা বলেছেন, “আমার দিদি করিশ্মা যখন ছবিতে অভিনয়ের কথা ভেবেছিল, আমার বাবা রণধীর কাপুরের কাছে গিয়েছিল প্রথমে।
আরও খবর- পুজোর আগে কলকাতা রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখি অসন্তুষ্ট মেয়র, দিলেন দ্রুত মেরামতের নির্দেশ
কাপুর পরিবারের মহিলারা সিনেমায় অভিনয় করতেন না ! মিথ ভাঙেন মহিলারাই
কিন্তু বাবা নিম রাজি ছিলেন। দিদিকে বলেছিলেন, ‘যা করবে নিজের চেষ্টায় করো, আমি কোনও সাহায্য করতে পারব না তোমাকে’। বাবা সঙ্গ ছেড়ে দিয়েছিল দিদির। মা ববিতা এগিয়ে এসেছিলেন এবং দিদিকে প্রথম ছবি ‘প্রেম কয়েদি’ পাইয়ে দিতে সাহায্য করেছিলেন।”