টেক-আড্ডা

স্বপ্ন পূরণ থেকে মাত্র এক ধাপ দূরে , মীরাক্কেল ঘটাবে চন্দ্রযান ৩ ? অপেক্ষায় ইসরো

PB News Desk: দ্বিতীয় ও শেষ ডি-বুস্টিং অপারেশন সম্পন্ন চন্দ্রযান-৩ এর। ইসরোর তরফে টুইটে এই তথ্য জানানো হয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, চন্দ্রযান-৩ প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখা হচ্ছে।

আগামী বুধবার, ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩। এটিকে সফট ল্যান্ডিং বলা হচ্ছে ইসরোর তরফে। আপাতত চাঁদের মাধ্যাকর্ষনেই কক্ষপথে ঘুরছে ল্যান্ডার বিক্রম। কীভাবে চাঁদে অবতরণ করবে , কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিজে নেবে ল্যান্ডার বিক্রম।

ইতিমধ্যেই চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম। বর্তমানে চাঁদ থেকে সর্বনিম্ন দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। সর্বোচ্চ ১৩৪ কিলোমিটার দূরে কক্ষপথে ঘুরছে ল্যান্ডার বিক্রম। বুধবার চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩ , তার আগের এই শেষ সময়টুকু খুব গুরুত্বপূর্ণ।