November 24, 2024 1:40 am

২১ শে জুলাই – কোন পথে যাবে মিছিল ? আদৌ যানজটে নাকাল হবে কলকাতা ?

PB News Desk: তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে শুক্রবার কলকাতা শহরের একাংশে বিপুল জনসমাগম হতে পারে। ওই কারণে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ২১ জুলাই কলকাতার বিস্তীর্ণ অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ধর্মতলায় তৃণমূলের সমাবেশে রাজ্যের নানা প্রান্ত থেকে বহু মানুষ আসবেন। ফলে শহরের একাংশ অচল হয়ে পড়ার আশঙ্কা। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, উত্তর থেকে দক্ষিণে যাওয়ার জন্য আমহার্স্ট স্ট্রিট, ব্রাবোর্ন রোডে যান নিয়ন্ত্রণ করা হবে।

শহরের দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার জন্য বিধান সরণি (কেশব চন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড), কলেজ স্ট্রিট,স্ট্রান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমাউন্ট স্ট্রিট) , পূর্ব থেকে পশ্চিমে বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, পশ্চিম থেকে পূর্বে নিউ সিআইটি রোড, দক্ষিণ থেকে উত্তরে রবীন্দ্র সরণি(বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট) পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে।

সকাল ৪টা থেকে রাত ৯ টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। খুব প্রয়োজন না হলে এবং তৃণমূলের সমাবেশে শামিল হওয়ার পরিকল্পনা না থাকলে শুক্রবার বাড়ি থেকে না বেরোনোই ভাল। বাইরে থেকে কারও কলকাতায় আসার পরিকল্পনা থাকলেও শুক্রবার তা এড়িয়ে যাওয়াই উচিত। শুক্রবার কলকাতার রাস্তায় একান্তই যদি বেরোতে হয়, তবে ধর্মতলার কাছে না ঘেঁষাই মঙ্গল।শুক্রবার শহরে মালবাহী গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। ভোর রাত ৩ টে থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে। গ্যাস, সবজি, দুধ ও ফলের গাড়ি অবশ্য এর আওতায় পড়বে না। বলাই বাহুল্য, গুরুত্বপূর্ণ কাজ না থাকলে শুক্রবার আর বাড়ি থেকে না বেরনোই শ্রেয়।