ISRO-র চন্দ্রযান ইতিমধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। এবার একাধিক পদে চাকরির সুযোগ দিচ্ছে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। মাধ্যমিক পাশ ও আইটি-তে ডিপ্লোমা থাকলেই ইসরো-য় কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২১ অগস্ট। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই অনলাইনে আবেদন করুন।
ইসরো-য় মোট ৩৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে টেকনিশিয়ান-বি পদে ৩৪টি এবং ড্রাফটসম্যান-বি পদে ১টি শূন্যপদ রয়েছে। পদের জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছর হতে হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট নেওয়া হবে। লিখিত পরীক্ষায় ১ নম্বরের ৮০টি মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্ন থাকবে। ৯০ মিনিটের পরীক্ষা হবে। থাকবে নেগেটিভ মার্কিং। লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে প্রার্থীদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে।
ইসরোয় চাকরির জন্য সকল প্রার্থীদের প্রথমে ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। পরে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীরা পুরো টাকা ফেরৎ পাবেন। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা আবেদন ফি জমা রেখে বাকি ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।