November 24, 2024 1:23 am

রাজ্যপালের অন্য ভূমিকায়, লিখলেন গান, গাইলেন কবিতা কৃষ্ণমূর্তি

রাজ্যপালের অন্য ভূমিকায় , লিখলেন গান , গাইলেন কবিতা কৃষ্ণমূর্তি

রাজ্যপাল সিভি আনন্দ বোসও

এবার বাংলায় গান লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বুধবার কলাক্রান্তির উদ্বোধনে সেই গান গাইলেন শিল্পী শান্তনু রায়চৌধুরী। কলাক্রান্তি উপলক্ষ্যে বাংলায় একাধিক গান লিখেছেন রাজ্যপাল বোস। তার মধ্যে প্রথম গানটি এদিনের অনুষ্ঠানে গাইলেন শান্তনু রায়চৌধুরী। দ্বিতীয় গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

আরও খবর- লোকসভার আগেই ৪৭৯ জন ডব্লুবিসিএস অফিসারকে রদবদল

রাজ্যপালের অন্য ভূমিকায়, লিখলেন গান, গাইলেন কবিতা কৃষ্ণমূর্তি

মিশন কলাক্রান্তি অনুষ্ঠানের সূচনাও বাংলাতেই কথা বললেন বোস। বললেন, “বাংলার ভাই ও বোনেরা, আমি কলাক্রান্তির সূচনা করছি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীতচর্চার কথা কারও অজানা নয়। রাজনৈতিক ও প্রশাসনিক গুরু দায়িত্ব পালনের পাশাপাশি গান বাঁধেন, কবিতা লেখেন। মিশন কলাক্রান্তি অনুষ্ঠানের সূচনাও বাংলাতেই কথা বললেন বোস। বললেন, “বাংলার ভাই ও বোনেরা, আমি কলাক্রান্তির সূচনা করছি।