PB NEWS :- ২০২৫ সাল থেকে দু’টি ভাগে দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ স্কুল শিক্ষা দফতরের কাছে এই মর্মে প্রস্তাব পাঠাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ প্রস্তাব অনুসারে , ২০২৫ সাল থেকে দু’দফায় উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা করার পরিকল্পনা৷ একটি হবে ২০২৫ সালের নভেম্বর মাসে অন্যটি হবে ২০২৬ সালের মার্চ মাসে৷ অর্থাৎ চূড়ান্ত পরীক্ষা দু’টি ভাগে করা হবে৷ এই দুই পরীক্ষার গড় নম্বর মিলিয়েই চূড়ান্ত নম্বর নির্ধারণ করা হবে৷ এর মধ্যে প্রথম পরীক্ষায় থাকবে শুধু ওএমআর শিট৷
দ্বিতীয় পরীক্ষায় থাকবে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন৷তাঁরা পিছিয়ে না পড়ে৷ ২০২২ সালের মে মাস নাগাদ এই নিয়ে প্রশাসনিক স্তরে ভাবনাও শুরু হয়৷ রাজ্যের নিজস্ব শিক্ষানীতি তৈরির পর অনেক ক্ষেত্রেই শিক্ষার নানা কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব এসেছে৷ এ বার দেখার, এই পরিবর্তনের ফলে রাজ্যের পড়ুয়ারা কতটা উপকৃত হয় ? তবে দু’বার পরীক্ষা হলেও প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট ওয়ার্ক একবারই হবে৷
২০২৫ থেকে দুটি ভাগে ভাগ করে হবে উচ্চ মাধ্যমিক – প্রস্তাব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
লোকসভায় মোদী সরকারকে সমর্থন তৃণমূলের , মহিলা সংরক্ষণ বিলের সমর্থনে বক্তৃতা তৃণমূলের কাকলী – মহুয়ার
More News – ঋণ খেলাপি গ্রাহকদের জন্য গান্ধীগিরি করার পন্থা বেছে নিল এসবিআই
গ্রাহকদের ঋণের কিস্তির কথা মনে করাতে এ বার থেকে চকোলেট পাঠাবে এসবিআই। এ ভাবে গান্ধীগিরির মাধ্যমে ঋণের টাকা আদায় করতে চাইছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অনেকে ব্যাঙ্ক থেকে ঋণ নেন , কিন্তু আর শোধ করেন না , ব্যাঙ্ক থেকে ফোন করলেও ফোনের ক্ষেত্রে কোনো গুরুত্ব দেন না। এসবিআই রিস্ক, কমপ্লায়েন্স অ্যান্ড স্ট্রেসড বিভাগের ডিরেক্টর ইন চার্জ অশ্বিনী কুমার তিওয়ারি বলেছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দুটি ফিনটেকের সাহায্যে আমরা আমাদের খুচরো ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের বাধ্যবাধকতা মনে করিয়ে দেওয়ার একটি অভিনব উপায় তৈরি করছি। Continue Reading