দেশ - বিদেশ

বাঁধভাঙা বৃষ্টি, আটকে বহু পর্যটক-আবহাওয়ার উন্নতি হলে চপার নামানোর পরিকল্পনা সিকিম প্রসাশনের

হড়পা বানে তছনছ উত্তর সিকিমের একাংশ

PB NEWS :- হড়পা বানে তছনছ উত্তর সিকিমের একাংশ। নিখোঁজ সেনা থেকে সাধারণ মানুষ। আটকে বহু পর্যটক। শেষ পাওয়া খবর অনুযায়ী , উত্তর সিকিমের লাচুং-লাচেনে আটকে প্রায় ৩ হাজার পর্যটক। তাঁর মধ্যে রয়েছেন বাঙালীরাও। আবহাওয়ার উন্নতি হলে চপার নামানোর পরিকল্পনা সিকিম প্রশাসনের। যেহেতু বিদ্যুৎ সংযোগ ও মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে সেই কারণে বুধবার রাত্রি পর্যন্ত আটকে থাকা পর্যটকদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়নি।

ট্যুর অপারেটরদের সংগঠনের নেতা সম্রাট সান্যাল জানিয়েছেন যে, পর্যটকদের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তাঁরা আটকে রয়েছেন। তাঁদের ইজlমিয়ে আনতে সিকিমij এবং বাংলা প্রকাশকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে এই মরসুমে সিকিমে পর্যটন কার্যত বন্ধের মুখে।

আরও খবর- পার্সোনাল ইমারজেন্সি- জাতীয় দলের প্র্যাকটিস ছেড়ে মুম্বাই ফিরলেন বিরাট

বাঁধভাঙা বৃষ্টি, আটকে বহু পর্যটক-আবহাওয়ার উন্নতি হলে চপার নামানোর পরিকল্পনা সিকিম প্রসাশনের

জানা গিয়েছে , প্রশাসন এবং ট্যুর অপারেটরদের তরফে হেল্পলাইন নম্বরে বহু পর্যটকের পরিবার পরিজন সম্পর্কে তথ্য দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে এলাকা গুলিতে আটকে থাকা পর্যটকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে।