PB NEWS :- বুধবার ও আগামীকাল, বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ৷ শনিবার থেকে হাওয়া বদল হবে৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ কার্যত নিম্নচাপের ইউ-টার্ন !
আগামী ২৪ ঘণ্টা অতিভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির স্পেল চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শনিবার পর্যন্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস পার্বত্য জেলাগুলিতে।কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
আরও খবর- ভারতীয় সেনা বাহিনীতে যোগদানের স্বপ্ন? পেতে পারেন ৫৬ হাজার টাকা বেতন
আজ, বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টা অতি ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির স্পেল চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শনিবার পর্যন্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস পার্বত্য জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর , নিম্নচাপ ছত্তিশগড় ঢুকেই ইউটার্ন ! ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে।