রাজ্য

দক্ষিণ বঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস , উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

PB News Desk: উত্তর বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ। তার প্রভাবে ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা। মেঘলা আকাশ রাজ্য জুড়ে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী তিনদিনে নিম্নচাপ উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ে প্রভাব বিস্তার করবে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার , জলপাইগুড়ি, জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। গোরক্ষপুর, পটনা, গিরিডির পর দক্ষিণবঙ্গের বাঁকুড়া হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা।

উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাতে হালকা বৃষ্টি। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি। উপকূল ও পশ্চিমের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তাপমাত্রা সামান্য বাড়বে দক্ষিণবঙ্গে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একটু বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণার উপকূলের দুই জেলায়।