PB NEWS :- B.Tech ডিগ্রি রয়েছে ? এখনও চাকরি পেতে সক্ষম না হন, তাহলে আপনাদের জন্য সুখবর। চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে, এমন একটি বিশেষ কোর্স নিয়ে এসেছে আইআইটি রুরকি। এই কোর্সটিতে চাকরির নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
কেবল সম্প্রতি বি-টেক পাশ করা বা বি-টেকের শেষ বর্ষের পড়ুয়া নন , গত ২০১৯ সালে বি-টেক পাশ করা শিক্ষার্থীরাও এই কোর্সটি করতে পারেন। তবে কেবল সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা রাসায়নিক ইঞ্জিনিয়ার শাখার শিক্ষার্থীরা এই কোর্সটি করতে পারবেন। কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজিতে বি-টেক পাশ তরুণদের জন্য নয়।
বর্তমান শিল্পের চাহিদা বুঝে আইআইটি রুরকি এই বিশেষ কোর্সটি নিয়ে এসেছে। ই কোর্সটি সম্পন্ন করার পর সরাসরি প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্ল্যানিং ইঞ্জিনিয়ার, সিডিউলিং ইঞ্জিনিয়ার, কস্ট কন্ট্রোল ইঞ্জিনিয়ার এবং ইনভয়েস বিলিং ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হতে পারে। একেবারে IT রুরকি থেকেই প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হবে। কোর্স শেষে একটি শংসাপত্রও দেওয়া হবে।