ভারতীয় সেনাবাহিনীর বিজ্ঞপ্তি
PB NEWS :- ভারতীয় সেনাবাহিনীর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ২৭ সেপ্টেম্বর থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ ২৬ অক্টোবর।
১৩৯তম টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সের অধীনে করা হবে কর্মী নিয়োগ। আগ্রহী আবেদনকারীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in-এ গিয়ে আবেদন করতে পারেন। সিভিল- ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
কম্পিউটার সায়েন্স- ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইলেকট্রিকাল- ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইলেকট্রনিক্স- ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মেকানিক্যাল- ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইঞ্জিনিয়ারিং স্ট্রিম- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আরও খবর- সারা দেশে বর্ষা বিদায় পর্ব শুরু হলেও পশ্চিমবঙ্গে দেরিতে হবে বর্ষার প্রস্থান ! জানাচ্ছে হাওয়া অফিস
ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগের দারুণ সুযোগ
ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক বা যারা ইঞ্জিনিয়ারিং কোর্সের শেষ বর্ষে রয়েছেন, তারা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। আবেদনপত্র শর্টলিস্টিং ও তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। মেরিট লিস্টটি আবেদনকারীদের প্রাপ্ত নম্বরের উপরে ভিত্তি করে তৈরি করা হবে।