রাজনীতি

চরম গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার , এবার নেতা চেনাতে পুজোর ফ্লেক্সে স্থানীয় নেতাদের ছবি ব্যবহারের নির্দেশ পদ্ম শিবিরের

PB News Desk: চরম গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। এরই মাঝে জোড়া ফুল শিবিরে থাবা বসাতে নয়া কৌশল পদ্ম ফুল শিবিরের। নয়া কৌশল নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নেতা চেনাতে পুজোর ফ্লেক্সে স্থানীয় নেতাদের ছবি ব্যবহারের নির্দেশ পদ্ম শিবিরের। খবর বিজেপি সূত্রের। কিন্তু সেই নির্দেশিকা নিয়ে প্রশ্ন বিজেপির অন্দরেই। অচেনা মুখ নিয়ে বিড়ম্বনায় বঙ্গ বিজেপি!

বাঙালির প্রাণের উৎসবকে টার্গেট করে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন দিল্লির বিজেপি নেতারা বলে বিজেপি সূত্রের খবর। তাঁরা আগেই নির্দেশ দিয়েছেন, নিজের এলাকার পুজোর সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে। কিন্তু সেই জনসংযোগে বিড়ম্বনায় বঙ্গ বিজেপি।

সূত্রের খবর, সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, এলাকায় বিজেপির নেতা কে, তা জানেনই না সেই এলাকার অনেকেই। তাহলে উপায়? নেতা চেনাতে পুজোয় ফ্লেক্স! দুর্গাপুজোয় ফ্লেক্স- ব্যানারে স্থানীয় নেতাদের ছবি ব্যবহারের উপর জোর দিচ্ছে পদ্ম শিবির। নেতার সঙ্গে নাগরিকের পরিচয় ঘটাতে ছবি ব্যবহারের কৌশল বিজেপির ৷

একুশের স্ট্যাটেজি থেকে সরে এসে তেইশের পঞ্চায়েত ভোটে বাংলার বিজেপি নেতাদের উপর অনেকটাই ভরসা করেছিল দল। তবুও তেইশে গ্রাম দখলের লড়াইয়ে বিজেপিকে টেক্কা তৃণমূলের। শক্ত মাটি বলে পরিচিত এমন অনেক এলাকাতেও পঞ্চায়েত ভোটে গেরুয়া কার্যত ফিকে। এবার সামনে লোকসভা ভোট। দ্রুত জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রের নেতৃত্ব।