রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিনামূল্যে আইটিআই প্রশিক্ষণের ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসাবে বিনামূল্যে আইটিআই প্রশিক্ষণের ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের (WBPDCL)। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) জানান , প্রথম পর্যায়ে প্রায় ২১৬ জনকে আইটিআই (ITI) প্রশিক্ষণ দেওয়া হবে। পৃথক একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে। যার মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কি কি বিষয়ে প্রশিক্ষণ ? প্রাথমিকভাবে আইটিআই সিউড়ি (ITI Suri) এবং আইটিআই বহরমপুরকে (ITI Baharampore) যা বক্রেশ্বর এবং সাগরদিঘি পাওয়ার প্ল্যানের কাছাকাছি – প্রশিক্ষণের স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই পর্যায়ে সহকারী ইলেকট্রিশিয়ান নির্মাণ, ফিটার যান্ত্রিক সমাবেশ, সহকারী ইলেকট্রিশিয়ান – ঘরোয়া সমাধান, সহকারী সার্ভেয়ার, ইনস্টলেশন মেরামত ও রক্ষণাবেক্ষণ, আসবাবপত্র এবং ফিটিং সহ মোট আটটি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রথম ব্যাচ যদিও শুরু হচ্ছে আইটিআই সিউড়িতে (ITI Suri)। ২১৬ জনের এই প্রশিক্ষণ প্রার্থীদের মধ্যে ১৫৬ জন ফিটার মেকানিক্যাল অ্যাসেম্বলি কোর্স এবং ৬০ জন সহকারী ইলেকট্রিশিয়ান নির্মাণে প্রশিক্ষণ নেবেন। এই প্রশিক্ষণকালে ভাতা পাবেন প্রশিক্ষণরতরা। প্রশিক্ষণ চলাকালীন যুবক-যুবতীরা ৬ হাজার টাকা করে ভাতা পাবেন। সঙ্গে যাতায়াত খরচ হিসাবে দেওয়া হবে ১ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে প্রত্যেকে শংসাপত্রও পাবেন।

প্রশিক্ষণের অভিজ্ঞতার এই শংসাপত্র দেখিয়ে ভবিষ্যতে করতে পারবেন চাকরির আবেদনও। পরের ব্যাচটি অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে আইটিআই বহরমপুরে শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে ডব্লিউপিডিসিএলের তরফে জানিয়েছেন চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর পি বি সেলিম (P B Selim)।