মহালয়া থেকেই জন প্লাবন
শহরের বেশ কিছু মণ্ডপের উদ্বোধন মহালয়ার আগেই হয়ে যায়। তারপরে মহালয়া থেকেই কার্যত ভিড় দেখা যায় সেই মণ্ডপ গুলিতে। দুর্গাপুজোর সময়ে ষষ্ঠী থেকেই ভিড় সাধারণত দেখা যায়। দেখে বোঝার উপায় নেই দুর্গাপুজোর তৃতীয়া বা চতুর্থী , মনে হতেই পারে দুর্গাপুজোর অষ্টমী।
আরও খবর- UPSC ‘ র তরফে প্রকাশিত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
মহালয়া থেকেই জন প্লাবন ! মনে হতেই পারে দুর্গাপুজোর অষ্টমী, আদতে কিন্তু চতুর্থী
উত্তর থেকে দক্ষিণ শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে একই দৃশ্য দেখা গিয়েছিল। শ্রীভূমিতে তো আবার মহালয়া থেকেই বিরাট লাইন পড়ে গিয়েছে। উত্তর কলকাতার আরেক পুজো মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ারেও প্রবল ভিড় দেখা যায় প্রত্যেক বছর। সোমবার এই পুজোর উদ্বোধনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীভূমির লাইন চলে এসেছে লেকটাউন ক্লক টাওয়ার ছাড়িয়ে। শ্রীভূমিতে এবার থিম হয়েছে ডিজনিল্যান্ড। এদিন সেই পুজো মণ্ডপে এসেছিলেন বিখ্যাত ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোন্ডান্ডিনহো।