November 23, 2024 11:27 pm

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এমপ্লয়িস টেস্ট ইন্স্যুরেন্স কর্পোরেশন

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এমপ্লয়িস টেস্ট ইন্স্যুরেন্স কর্পোরেশন

নিয়োগের বিজ্ঞপ্তি

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন। ইএসআইসি-র তরফে প্যারামেডিক্যাল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রথমেই এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.esic.gov.in- এ ক্লিক করতে হবে। এবার হোম পেজে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে।

এবার আবেদন পত্রটি খুলে যাবে। সেই আবেদন পত্র পূরণ করুন। এরপরে আবেদন ফি জমা দিতে হবে। এবার যথাযোগ্য় নথি আপলোড করতে হবে। এরপরে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন পত্র জমা হয়ে যাবে। শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে ২৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, মোট ২৭৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আরও খবর- দু হাত ছেড়ে বুলেট চালাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ! ব্যাপারটা কি ?

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এমপ্লয়িস টেস্ট ইন্স্যুরেন্স কর্পোরেশন

আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর। আগ্রহী আবেদনকারীরা ইএসআইসি-র অফিসিয়াল ওয়েবসাইট www.esic.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।