PB NEWS :- ‘‘দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে , এটা যেন তৃণমূল মনে রাখে। দিল্লি পুলিশের কনস্টেবলদের হাতে থাকা লাঠির উচ্চতা ছয় ফুট। ১০ লক্ষ লোক যাওয়ার কথা, আমরা অপেক্ষা করছি।’’ – দিল্লিতে শাসক দলের কর্মসূচি নিয়ে এবার তৃণমূল কংগ্রেসকে ‘সাবধান’ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বলা বাহুল্য, একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লি চলোর ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মসূচি পালনে এবার কোমর বেঁধে নামছে তৃণমূল৷ দলের সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের দিল্লিতে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে বলে খবর।
শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সব নেতারা বারবারই বলে আসছেন যে বাংলাকে কেন্দ্র কখনওই বঞ্চিত করেনি । আমরা টাকা বন্ধ করতেও বলিনি। তবে যতই তারা (তৃণমূল) আন্দোলনের নামে নাটক করুক না কেন, কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দের টাকার হিসেব যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার দেবে ততক্ষণ পর্যন্ত কেন্দ্র টাকা দেবে না। কেন্দ্র টাকা পাঠাবে আর সেই টাকার পুকুর চুরি হবে তা বিজেপি কখনওই বরদাস্ত করবে না। দিল্লি গিয়েও কোনও লাভ হবে না।
আগামী ২ অক্টোবর সেই কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল ৷ যদিও এখনও পর্যন্ত কর্মসূচি পালনের বিষয়ে কোনও অনুমতি দেয়নি দিল্লি পুলিশ ৷ সোমবার সেকথা নিজেই জানিয়েছেন অভিষেক৷ বলেছেন, ‘‘আমরা বার বার আবেদন জানানো সত্ত্বেও দিল্লি পুলিশ ধর্না বিক্ষোভের অনুমতি দেয়নি।’’ বর্তমান পরিস্থিতিতে যেভাবেই হোক তারা কর্মসূচি পালন করবে বলে অনড় তৃণমূল।
More News – ২০২৫ থেকে দুটি ভাগে ভাগ করে হবে উচ্চ মাধ্যমিক – প্রস্তাব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
২০২৫ সাল থেকে দু’টি ভাগে দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ স্কুল শিক্ষা দফতরের কাছে এই মর্মে প্রস্তাব পাঠাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ প্রস্তাব অনুসারে , ২০২৫ সাল থেকে দু’দফায় উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা করার পরিকল্পনা৷ একটি হবে ২০২৫ সালের নভেম্বর মাসে অন্যটি হবে ২০২৬ সালের মার্চ মাসে৷ অর্থাৎ চূড়ান্ত পরীক্ষা দু’টি ভাগে করা হবে৷ এই দুই পরীক্ষার গড় নম্বর মিলিয়েই চূড়ান্ত নম্বর নির্ধারণ করা হবে৷ এর মধ্যে প্রথম পরীক্ষায় থাকবে শুধু ওএমআর শিট৷ Continue Reading