November 24, 2024 1:49 am

অক্টোবরে মহাজাগতিক ঘটনা, একসাথে সূর্য ও চন্দ্র গ্রহণের সাক্ষী দেশবাসী

অক্টোবরে মহাজাগতিক ঘটনা, একসাথে সূর্য ও চন্দ্র গ্রহণের সাক্ষী দেশবাসী

এই মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দু’টোই দেখা যাবে।

PB NEWS :- অক্টোবর আপনাকে একটুও হতাশ করবে না। এই মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দু’টোই দেখা যাবে। এই দু’টি গ্রহণই ভারতে দৃশ্য। এবার নিশ্চয়ই এত কিছু জানার পরে আপনার মনে হচ্ছে সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ , এসব কোথা থেকে দেখা যাবে ? আর কবেই বা দেখা যাবে ?

শুধু নির্ধারিত সময় অনুযায়ী আপনাকে আকাশের দিকে চোখ রাখতে হবে। 14 অক্টোবর আপনি বৃত্তাকার সূর্যগ্রহণ দেখতে পাবেন। এই সময়ে, সূর্যের চারপাশে আগুনের বলয় তৈরি হবে। যখন চাঁদ সূর্যের সামনে দিয়ে যায়, তখন সূর্যগ্রহণ হয়। যখন চাঁদ সূর্যের চেয়ে ছোট দেখায়, তখন সূর্যের আলোর অধিকাংশই ঢাকা পড়ে যায় এবং সূর্যকে একটি বলয়ের মতো দেখায়। একে বলা হয় বৃত্তাগ্রাস সূর্যগ্রহণ। পৃথিবীতে হাজার হাজার কিলোমিটার বা মাইল এই বৃত্তাকার সূর্যগ্রহণ দেখা যাবে।

আরও খবর- টাইগার থ্রি’ দুর্দান্ত ছবি হবে – আশাবাদী বলি ভাইজান সলমন খান

অক্টোবরে মহাজাগতিক ঘটনা, একসাথে সূর্য ও চন্দ্র গ্রহণের সাক্ষী দেশবাসী

২৮ অক্টোবর রাতে চন্দ্রগ্রহণ দেখা যাবে। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে থাকে, তখন চাঁদের পৃষ্ঠে পড়ে। আর তাকেই চন্দ্রগ্রহণ বলে। এশিয়া, রাশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, অ্যান্টার্কটিকা এবং ওশিয়ানিয়া সহ দিগন্তের উপরে চাঁদ যেখানেই থাকবে সেখানেই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ২৮ অক্টোবর ২০২৩ -এ আপনি চন্দ্রগ্রহণ দেখতে পারবেন। ভারতে, সর্বোচ্চ গ্রহণ ঘটবে দুপুর ১:৪৫ মিনিটে।