November 24, 2024 2:39 am

আবারো মাথাচাড়া দিচ্ছে করোনা ! ভারতে ভয়ঙ্কর বিএ.২.৮৬ স্ট্রেইনের খোঁজ

PB News Desk: ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। নতুন করে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যেই করোনার এক নতুন ভ্যারিয়েন্ট ইজি.৫.১ ভ্যারিয়েন্ট , যা এরিস নামে পরিচিত। জানা গিয়েছে, গত ২৪ জুলাই প্রথমবার বিএ.২.৮৬ স্ট্রেইনের খোঁজ মেলে। ১৭ অগস্ট তা ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’-র তালিকাভুক্ত করা হয়।

এখানেই শেষ নয় , ভারতেও খোঁজ মিলেছে এই নতুন ভ্যারিয়েন্ট এর। এরই মাঝে আরও উদ্বেগের খবর শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানানো হল, খোঁজ মিলেছে করোনার আরও একটি নতুন ভ্যারিয়েন্টের। এই ভ্যারিয়েন্টের আবার একাধিক অভিযোজন বা মিউটেশন হয়েছে। আপাতত ইজরায়েল , ডেনমার্ক ও আমেরিকার কয়েকটি জায়গা থেকেই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ মিলেছে।