May 21, 2024 12:20 am

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত। দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ। উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তাহলে কি পূজায় বৃষ্টি হবে ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

নবমী থেকে দ্বাদশী দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। মৎস্যজীবীদের মঙ্গল ও বুধবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে গিয়েছেন, তাঁদের নবমীর রাতে উপকূলে ফিরে আসতে পরামর্শ আবহাওয়া দফতরের।

রবিবার এই নিম্নচাপ গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের অভিমুখে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উপকূলে দমকা ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সোমবার নবমীর দিন মেঘলা আকাশ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলাতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা।

আরও খবর- রাজভবনের তরফে শুরু শারদ সম্মান প্রদান, প্রাপক বাংলার সেরা পুজো

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কা

দক্ষিণবঙ্গে অষ্টমীর দিন পর্যন্ত উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব, সকাল-সন্ধে মনোরম আবহাওয়া। হালকা শীতের আমেজ পশ্চিমের জেলাগুলিতে। নবমী থেকেই হাওয়া বদল দক্ষিণবঙ্গে।