PB News Desk: পড়ুয়াদের একাউন্টে ঢুকবে ১০০০০ টাকা উপহার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই কারণেই শিক্ষক দিবসের দিন রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বড়সড় উদ্যোগ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের নিয়ে একটি অনুষ্ঠান করবেন। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে ১০০০০ টাকা তুলে দেবেন বলেই খবর। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুল বা মাদ্রাসায় অধ্যয়নরত শুধুমাত্র দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই এই প্রকল্পের অধীনে ১০,০০০/- টাকার আর্থিক সহায়তা পাবেন।
সূত্রের খবর , ২০২১ সালে শুরু হওয়া তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনেই এই বন্দোবস্ত। ছাত্রদরদী এই প্রকল্পের লক্ষ্য পড়ুয়াদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে তাঁদের কাছে পড়াশোনা সংক্রান্ত জ্ঞানের ভাণ্ডার আরও সহজলভ্য করে তোলা।