November 24, 2024 2:19 am

রেশনের সরকারি লোগো দেওয়া প্রচুর চাল ভর্তি বস্তা উদ্ধার। আটক দোকানদার

গলসি বার্তা ওয়েবডেস্ক –  মুদিখানারদোকান থেকে উদ্ধার রেশনের চাল। মুদিখানা দোকানের গোডাউনেই ছিল সরকারি লোগো দেওয়া রেশনের চালের বস্তা।
অভিযোগ রেশনের চাল পাচার করে মুদিখানার দোকান থেকেই রেশনের চাল বিক্রি করা হত।

 

এই ঘটনায় বর্ধমান থানার পুলিশ আটক করেছে দোকানের মালিককে। উদ্ধার হয়েছে প্রায় ৫৮ বস্তা চাল। বর্ধমানের কৃষিখামার এলাকার ঘটনা। সরকারি লোগো দেওয়া এত গুলি চালের বস্তা মুদিখানা দোকানের চালের গোডাউনে কি ভাবে এলো, দোকান মালিক কোথা থেকে এই চাল নিয়ে আসতেন এবং কি ভাবে বিক্রি করতেন তার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশসূত্রে জানা গেছে, ওই দোকান থেকে রেশনের চাল বিক্রি করা হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। সেই খবর পেয়েই পুলিশ ওই দোকানে হানা দেয়। দোকান থেকে উদ্ধার হয় প্রায় ৫৮ বস্তা রেশনের চাল। অবৈধ ভাবে রেশনের চাল বিক্রির অভিযোগে ওই দোকানের মালিক বিপত্তারণ মল্লিককে আটক করেছে পুলিশ।কোথা থেকে এল এই চাল তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ তারা বারংবারই রেশনের চাল নিয়ে দূর্নীতির অভিযোগ তুলেছেন। রেশনের চাল নিয়ে যে কালোবাজারী হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ এই ঘটনা।