November 24, 2024 12:58 am

পূর্ব বর্ধমানে করোনা পজিটিভ আরও এক

পূর্ব বর্ধমানের আরও একজনের লালারসে মিলল করোনাভাইরাস। এবার আক্রান্ত মহিলা। তিনি হাওড়া জেলার এক মানসিকী হাসপাতালের কর্মী। বর্ধমান শহরের বাসিন্দা ওই মহিলাকে ইতিমধ্যে দুর্গাপুরের করোনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এই নিয়ে এই জেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ল তিন। যদিও দু’জন আগেই সুস্থ হয়ে উঠেছে। জেলা প্রশাসন সূত্রে জানাগিয়েছে ওই মহিলার সংস্পর্শে আসা ৯ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে।প্রশাসন সূত্রে জানাগিয়েছে, করোনা আবহে ওই মহিলা হাওড়ার ওই হাসপাতালে কর্মরত ছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

গত চার দিনে আগে বর্ধমান শহর তিনি বাড়িতে ফিরে আসেন। সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। পরিজনেরা তাকে বর্ধমানে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকদের সন্দেহ হওয়াতে তার লালারস পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছে। জেলা প্রশাসন সূত্রে জানাগিয়েছে, তার স্বামী বিদ্যুৎ দফতেরর কর্মী। বর্ধমান শহরের এক দফুতরে কর্মরত। সেখানে চার অফিসার ও মহিলার পরিবারের পাঁচ জনকে কোয়ারেন্টাই করা হয়েছে বলে দাবি জেলা প্রশাসন।