November 24, 2024 1:51 am

মাইনাস ১৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চাঁদে ভূমির চরিত্র নির্ধারণ করাই প্রজ্ঞান রোভারের মূল লক্ষ্য

PB News Desk: চাঁদের তাপমান শুনলে চোখ কপালে ওঠার জোগাড়! এখনও পর্যন্ত সব ‘অল ইজ ওয়েল’ , সব ঠিকমতো এগোচ্ছে বলেই জানাল ইসরো। চাঁদে চন্দ্রযান-৩ র অবতরণের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। ইসরো-র মূল মিশন সেন্টারে দুটি অংশে কাজ করছেন বিজ্ঞানীরা। প্রথমত, বিজ্ঞানীরা একদিকে বিক্রম এবং প্রজ্ঞানের সঙ্গে সংযোগ রক্ষার দায়িত্বে কাজ করছে এবং বার্তা পাঠাচ্ছে। দ্বিতীয়ত, মূল স্ক্রিনের কাছে বসে থাকা বিজ্ঞানীরা প্রজ্ঞান এবং বিক্রমের পাঠানো তথ্য এবং ছবি বিশ্লেষণ করছেন।

ইসরো সূত্রে খবর, যে জায়গায় ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে সেই জায়গার তাপমান এসেছে মাইনাস ১৪৭ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে মুন ওয়াক শুরু করেছে রোভার প্রজ্ঞান। যেমন, উপযুক্ত জায়গা খুঁজে সেখানে কুয়োর মতো গর্ত করার কাজ শুরু করবে প্রজ্ঞান। মূলত, ভূমি চরিত্র নির্ধারণ করাই প্রজ্ঞান রোভারের মূল লক্ষ্য। চাঁদে খনিজ এবং রাসায়নিক কী কী আছে, তা নির্ধারণ করারও চেষ্টা করবে প্রজ্ঞান রোভার। আবার পৃথিবীতে যেভাবে ভূমিকম্প হয়, চন্দ্রপৃষ্ঠেও সেরকম কম্পন হয় কিনা, তাও নির্ধারণ করার চেষ্টা চলছে।