মাঠে ময়দানে

Asian Games 2023 : সোনাঝরা দিনের জন্ম দিয়েছেন ভারতীয় শুটাররা

এশিয়ান গেমসে রেকর্ড

PB NEWS :- দুরন্ত ফর্ম আর আত্মবিশ্বাস – ৬টা সোনা, ৬টা রুপো, ৫টা ব্রোঞ্জ। মোট ১৭টা পদক। এর আগে ২০০৬ সালের এশিয়াডে সবচেয়ে বেশি পদক এসেছিল শুটিং থেকে। ৩টে সোনা, ৫টা রুপো, ৬টা ব্রোঞ্জ সহ মোট ১৪ টা পদক ছিল ঝুলিতে। এবারের এশিয়ান গেমসে রেকর্ড করে ফেলল শুটিং।

সবচেয়ে বেশি পদক জিতে ফেললেন ভারতীয় শুটাররা। মেয়েদের ব্যক্তিগত ১০ মিটার এযার পিস্তল ইভেন্টে টোকিও অলিম্পিকে সোনাজয়ী ব়্যান্সিং জিয়াং ছিলেন। কিন্তু তাঁকে পর্যন্ত ছিটকে দিলেন পলক আর এষা। ঠান্ডা মাথা, প্রতি শটের জন্য আলাদা করে ভাবনাই সাফল্যের কারণ। ব্যক্তিগত ইভেন্টে মোট ২৪টা শট নিতে হয়। ১০টা শটের পর শুরু হয়ে যায় এলিমিনেশন রাউন্ড। পলক আর এষাকে নড়ানো যায়নি।

আরও খবর- এয়ারপোর্টের দিকের পথে মেট্রো রেলের কাজ , কাজের জন্য ৬০ দিন ঘুরপথে যান চলাচল

Asian Games 2023 : সোনাঝরা দিনের জন্ম দিয়েছেন ভারতীয় শুটাররা

১৭ বছরের ফরিদাবাদের মেয়ে গেমস রেকর্ড করে জিতলেন সোনা। ২৪২.১ পয়েন্ট স্কোর করেছেন তিনি। আর হায়দরাবাদের এষা এই রুপোর সঙ্গে জিতে ফেললেন এ বারের এশিয়ান গেমসে মোট চারটে পদক। গগন নারাংয়ের ছাত্রীর মূলত লড়াই ছিল পাকিস্তানের তলতের সঙ্গে। ১০ শটের পর তলত ছাপিয়ে গিয়েছিলেন এষাকে। কিন্তু তিনি ঘাবড়ে যাননি এষা। টার্গেটে নজর রেখেছেন।