November 24, 2024 12:50 am

ডায়মন্ড হারবারের উপর সক্রিয় মৌসুমী রেখা , সকাল থেকেই শুধু বৃষ্টিপাত , চলবে আগামী কয়েক দিন

PB News Desk: সকাল থেকেই আকাশের মুখ ভার। ডায়মন্ড হারবারের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা৷ মৌসুমী অক্ষরেখাটির পশ্চিমপ্রান্ত উত্তরদিকে নির্দিষ্ট জায়গা দিয়ে বিস্তৃত। মৌসুমী অক্ষরেখাটির পূর্ব প্রান্ত বিস্তৃত রয়েছে পাটনা, দেওঘর , ডায়মন্ড হারবার হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত৷ আবার মধ্য ট্রপোস্ফিয়ার স্তরে বিছিয়ে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা৷

আইএমডি কলকাতার রিপোর্ট অনুযায়ী , কলকাতায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা৷ ঘণ্টায় ২৪ কিমি গতিতে ঝোড়ো হাওয়া। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি৷ কলকাতাতে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে৷ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বিস্তৃত বৃষ্টি হবে৷ হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টি জারি থাকবে শুক্রবারে৷

উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলিতে আগামী শনিবার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত কখনও বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রামেও বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে৷ দার্জিলিং , জলপাইগুড়ি , কালিংম্পং , আলিপুরদুয়ারে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷