ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ
ইজরায়েলে প্যালেস্টাইনপন্থী হামাস গোষ্ঠীর অতর্কিত হামলা এবং তার জবাবে গাজায় ইজরায়েলের পাল্টা হামলার জেরে নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সে দেশে আটকে প্রচুর ভারতীয়। বিভিন্ন রাজ্যের পাশাপাশি রয়েছেন বাংলার বাসিন্দারাও। জানা গিয়েছে, ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে প্রায় ১৮ হাজার ভারতীয় সেখানে আটকে রয়েছেন। যার মধ্যে পড়ুয়া থেকে শুরু করে কেয়ার গিভারের কাজ করা মানুষজনও রয়েছেন।
ইকোনমিক কমিশন ফর ইউরোপের রিপোর্ট অনুযায়ী , ১৯৫০ সালের পর থেকে ইজরায়েলে বেড়েছে প্রবীণ নাগরিকের সংখ্যা। যাঁদের বয়স প্রায় ৬৫ উর্ধ্বে। এই বয়স্ক মানুষদের দেখভালের জন্য ‘কেয়ার-গিভার’ দের নিযুক্ত করেন সে দেশের নাগরিকরা। এই কাজ করার জন্য প্রচুর ভারতীয় সেখানে যান। বয়স্ক মানুষদের দেখাশোনা করেন। প্রসঙ্গত , গত ৯ মে ভারতের সঙ্গে সে দেশের একটি চুক্তি হয়। যেখানে বলা হয় ৪২ হাজার ভারতীয়কে ‘কেয়ার-গিভার’-এর চাকরি দেওয়া হবে।
আরও খবর- লাল সিং চাড্ডার ব্যর্থতার পর ছন্দে ফেরবার চেষ্টায় মিস্টার পারফেকশনিস্ট আমির খান
ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে প্রায় ১৮ হাজার ভারতীয় ! কি কারণে ইজরায়েলে যান এত ভারতীয় ?
প্রশ্ন উঠছে , কেন এই কাজ করেন ভারতীয়রা ? এই কাজের জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে থাকেন ইজরায়েলিরা। বেতন হিসাবে মাসে দেওয়া হয় ৩ লক্ষ টাকা। এছাড়া ওভার টাইম এবং থাকা খাওয়া ও চিকিৎসার খরচ আলাদা করে দেওয়া হয়। তবে ইজরায়েলে কেয়ার গিভার হওয়ার জন্য নার্সিংয়ে স্নাতক হতে হবে এমন কোনও নিয়ম নেই। এনএম এবং জিএনএম কোর্স যাঁরা করেছেন তাঁরা এই কাজে আবেদন করতে পারবেন। শুধু ভারত থেকে নয় , কেয়ার গিভারের কাজ করেন শ্রীলঙ্কা ও নেপাল থেকে আসা প্রচুর মানুষ।