PB News Desk: চলছে ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। নব রূপে সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন। কয়েকদিন আগে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেছেন আইসিসি প্রতিনিধি দল। সেখানেই লাগল আগুন। আগুন লাগার জেরে আতঙ্ক ক্রিকেটের নন্দনকাননে।
সিএবি সূত্রে খবর, রাত ১১টা ৫০ মিনিট নাগাদ ইডেনের ড্রেসিংরুমে আগুন লাগে ৷ খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে ৷ দমকল বাহিনীর তৎপরতাতেই বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছে ইডেনের ড্রেসিং রুম ৷ দমকল বাহিনীর প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ৷ গোটা ইডেনের বিদ্যুৎ সংযোগ বেশ কিছুটা সময় বিচ্ছিন্ন করে রাখা হয় ৷
প্রাথমিকভাবে অনুমান , শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল ইডেনের ড্রেসিংরুমে ৷ ড্রেসিং রুমের কাঠের ফলস সিলিং থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ ২০২৩ বিশ্বকাপের ৫টি ম্যাচ ইডেনে আয়োজিত হওয়ার কথা ৷ কলকাতায় ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচের দিন বদল হয়েছে ৷ এর আগে কালীপুজোর দিন ম্যাচ পড়ায় যথারীতি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ এবার ১২ নভেম্বরের পরিবর্তে ইডেনে ওই ম্যাচ হবে ১১ নভেম্বর ৷