PB News Desk: দিনের শুরু থেকেই কর্মব্যস্ত রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। এবার আচমকাই সেখানে লাগলো আগুন। দাউ দাউ আগুনে পুড়ে ছাই এসি। অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। তবে আগুন লাগলেও মেট্রো চলাচলে কোনরকম বিভিন্ন ঘটেনি বলেই খবর।
সূত্রের খবর , সকাল পৌনে আটটা নাগাদ রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের রিজার্ভেশন কাউন্টারের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। কর্মীরা কাজ শুরু করার আগেই আগুনের স্ফূলিঙ্গ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। তবে আগুনে ঝলসে গিয়েছে কাউন্টারের অনেকাংশই। দরকারি অনেক নথি পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
কাউন্টারের ভিতরে ঝলসে যাওয়া থেকে স্পষ্ট , আগুনের তীব্রতা ভালই ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি-তে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।