পুজো উদ্বোধনে অমিত শাহ
শেষ পর্যন্ত পুজো উদ্বোধনে অমিত শাহকে এনে চমক দিলেন কাউন্সিলর। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ পদ্ম শিবিরের অন্দরেই। বিজেপি সাংসদকে হারিয়ে দিলেন বিজেপিরই এক কাউন্সিলর ! জয়ের ‘নায়ক’ সেই দলেরই বিরোধী দলনেতা! অবাক হচ্ছেন ? কিন্তু সেই কাউন্সিলর সজল ঘোষ দুর্গাপুজোর উদ্বোধনের চমকে অনেকটাই পিছিয়ে দিলেন তাঁরই দলের সাংসদ নেতা সুকান্ত মজুমদারকে।
কলকাতার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার। ৮৮ তম বর্ষে এবারে যে পুজো কমিটির থিম অযোধ্যার রাম মন্দির। বিজেপি সূত্রের খবর, সুকান্ত মজুমদার তাঁর লোকসভা কেন্দ্র বালুরঘাটের একটি পুজো উদ্বোধন করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ব্যক্তিগতভাবে আবেদন করেছিলেন। সেই পুজোর থিমও রাম মন্দির।
শেষ পর্যন্ত সুকান্ত মজুমদারের আবেদনে সাড়া না দিলেও সজল ঘোষ পরিচালিত পুজোর ডাকে সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দিরের উদ্বোধনে সবাইকে কার্যত অবাক করেই সোমবার সেই পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কলকাতায় সজল ঘোষের পুজো উদ্বোধনে অমিত শাহর আসার নেপথ্যে যিনি রয়েছেন তাঁর নাম এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সজল ঘোষ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ অনুগামী হিসেবেই পরিচিত।
আরও খবর- আমি বলেছিলাম অনুষ্ঠান করতে – ডায়মন্ড হারবারে অনুষ্ঠানে এসে আপ্লুত অভিষেক
রাম মন্দির উদ্বোধনে বিজেপি সাংসদকে হারিয়ে দিলেন বিজেপিরই এক কাউন্সিলর !
সূত্রের খবর, যখনই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে আলোচনা হয়েছে তখন শুভেন্দু অধিকারীই সজল ঘোষকে প্রস্তাব দেন যে, ২০২৩ সালের শারদ উৎসবের থিম যেন রাম মন্দির করা হয়। শুভেন্দুর প্রস্তাব মেনেই সজল ঘোষ শুভেন্দু অধিকারীকে কথা দিয়ে বলেছিলেন, তাই হবে। শেষ পর্যন্ত সুকান্ত মজুমদার নয়, সজল ঘোষের রাম মন্দিরেই এলেন শাহ।