September 29, 2024 11:58 pm

পোকাই ভর্তি চাল রেশন দোকানের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

রেশন দোকান থেকে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ। প্রতিবাদে রেশনের চাল না নিয়ে রেশন দোকানের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবি অবিলম্বে নিম্নমানের চাল বদল করে ভালো চাল দিতে হবে রেশন থেকে।

 

পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বামশোড় গ্রামের কলিমুর রহমানের রেশন দোকানের ঘটনা। গ্রাম বাসিদের অভিযোগ রেশনে যে চাল দেওয়া হচ্ছিলো তা খুবই নিম্নমানের। এই চাল খাবার উপযুক্ত নয়, আর সেই জন্যই তারা চাল না নিয়ে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখায়।

 

গ্রামবাসি আমিনুল হক জানান তিনি রেশন থেকে ২৪ কিলো চাল পেয়েছেন, চাল গুলি লাল হয়ে গেছে, চালের মধ্যে পোকায় ভর্তি,এই চাল তিনি রান্না করে কি ভাবে খাবেন, তিনি এও বলেন সরকার চাল দিচ্ছে আমাদের খাবার জন্য আর আজ রেশনে যে চাল তাদের দেওয়া হয়েছে তা খাবার উপযুক্ত নয়। শুধু তাকেই নই গোটা গ্রামের সকলকে এই চাল দেওয়া হচ্ছে, আর এরই প্রতিবাদে তারা রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান।

রেশন দোকানের মালিক কলিমুর রহমানের বলেন ‘আমাদেরকে এই চালই দেওয়া হয়েছে।সমগ্র বিষয়টি আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি’।