২০১৯ সালের লোকসভা ভোটে ৫১.৩ শতাংশ ওয়েব কাস্টিং করা হয়েছিল। এবার সেই পরিধি আরও বাড়িয়ে সব বুথেই ওয়েব কাস্টিংয়ের ভাবনা নির্বাচন কমিশনের। জানা যাচ্ছে, যেসব জায়গায় ইন্টারনেটের সমস্যা হবে, সেই সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে।
কোথাও যদি কোনও অনভিপ্রেত ঘটনা ঘটে, তা সরাসরি কমিশনের অফিস থেকে দেখতে পাওয়া যায় এর মাধ্যমে। যেসব জায়গায় ইন্টারনেটের সমস্যা হবে , সেখানে চলবে ওয়েব কাস্টিং। ওয়েব কাস্টিং ব্যবস্থা বলতে বোঝায় লাইভ স্ট্রিমিং। অর্থাৎ, কোন বুথে কী চলছে, ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে সেই সবের উপর নজর রাখা আরও সহজ হয়ে যায় নির্বাচন কমিশনের জন্য।
ফলে কোথাও কোনও ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে পারবে কমিশন এবং প্রয়োজন মতো কুইক রেসপন্স টিম বা কিউআরটিকে সেখানে পাঠানো যাবে।