November 24, 2024 2:31 am

আগামীকাল-ই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ , বাংলায় কত দফায় ভোট ?

আগামীকাল শনিবার ২০২৪ এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এই সপ্তাহে নির্বাচনের সময়সূচী ঘোষণা করতে পারে এমন জল্পনা আগেই ছিল। এবার এই তথ্যে সিলমোহর দিল কমিশন।

কমিশন সূত্রে খবর, নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে এবং সে কারণে এই সময়ের পরে সরকার নতুন কোনও নীতি বা সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না। বৈঠকটি ECI এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে। দফার ক্ষেত্রে মূলত যে দিকগুলির উপর নজর দেয় নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম আইনশৃঙ্খলা পরিস্থিতি। একইসঙ্গে লোকসভা আসনের দিকেও নজর দেয় কমিশন। ভৌগলিক দূরত্বটাও নজরে রাখা হয়।

শনিবারই চূড়ান্ত হয়ে যাবে কোথায় কোন রাজ্যে কবে ও কত দফায় ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ঘোষণা করতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক আগামীকালই। ১৬ মার্চ শনিবার বিকেল তিনটেয় অনুষ্ঠিত হবে এই সাংবাদিক বৈঠক। এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকেই ভোট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, গণনা মে মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ হতে পারে। এখনও অবধি যা খবর, তাতে গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে বেশি দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। কাশ্মীরের পর সর্বাধিক বাহিনীও থাকবে বাংলার মাটিতে।