November 24, 2024 3:11 am

১ মার্চ রাজ্যে প্রধানমন্ত্রী , লোকসভার আগে রাজ্যপাল-প্রধানমন্ত্রী ‘বৈঠক’

শুধু রাজ্য়ে আসছেন এমনটা নয়, কলকাতায় রাতে থাকতেও পারেন তিনি। প্রোটোকল বলছে, কলকাতায় থাকলে রাজভবনে রাত কাটানোর কথা প্রধানমন্ত্রীর। মার্চের গোড়াতেই কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রে এমন খবর। এর আগে শেষবার যখন কলকাতায় রাতে ছিলেন প্রধানমন্ত্রী, সেবার রাতে বেলুড়ে ছিলেন প্রধানমন্ত্রী।

১ মার্চে রাতে কলকাতাতে থাকতে পারেন মোদি। লোকসভা ভোটের দামামা বাজিয়ে আগামী মাসে রাজ্যে পর পর একাধিক সভা করবেন মোদি। ১ মার্চ আরামবাগে পরিষেবা প্রদানের অনুষ্ঠান রয়েছে তাঁর। ২ মার্চ কৃষ্ণনগরে জনসভা। ৮ মার্চ অর্থাৎ নারীদিবসে বারাসতে সভা করবেন তিনি। সাক্ষাত করতে পারেন সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে।

বিজেপি সূত্রের দাবি, ১ মার্চে রাতে রাজভবনেই থাকবেন মোদি। সেক্ষেত্রে সেদিন রাতে রাজ্যের পরিস্থিতিতে নিয়ে রাজ্য়পাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সেখানে থাকতে পারে বঙ্গ বিজেপির প্রতিনিধি দলও। তবে এ বিষয়ে গেরুযা শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।