November 24, 2024 3:09 am

বন্ধ হয়ে যাবে Gmail ? কি বলছে Google ?

গুগল অতীতে বেশ কয়েকটি অ্যাপ বন্ধ করে দিয়েছে। আর সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে। তাতে বলা হচ্ছে, চলতি বছরের অগাস্ট মাসে Gmail বন্ধ করে দেবে Google। Gmail পরিষেবা দ্রুত বন্ধ হয়ে যাবে। আগামী ১ লা অগাস্ট থেকেই আর কেউ ব্যবহার করতে পারবে না এই অ্যাপ। এই ধরনের বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়তে শুরু করে X প্ল্যাটফর্মে।

গুগল স্পষ্ট করে জানিয়েছে যে, তারা জনপ্রিয় ইমেল পরিষেবা জিমেইল বন্ধ করছে না। গুগলের তরফেও X-এ একটি পোস্ট করা হয়েছে। তাতে টেক জায়ান্ট কোম্পানিটি লিখেছে, ‘ইজ হিয়ার টু স্টে’।

গুগল অতীতে বেশ কয়েকটি অ্যাপ বন্ধ করে দিয়েছে। আর সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে। এই পোস্টেই স্পষ্ট যে, গুগল বন্ধ হচ্ছে না। তবে এখন আর চিন্তার কোনও কারণ নেই। Gmail বন্ধ হচ্ছে না।