“কিছু অফিসার আছে যারা কাজ করে না সঠিক সময়ে। একটা অফিসারের জন্য কেন সরকারের মুখ পুড়বে ? আমি কিন্তু অফিসারদের মূল্যায়ন করব। ২ বছর বাদে বদলি হয়ে যাবে, এই ভাবে অফিসাররা কাজ করলে হবে না। আমি কেন কথা শুনব অফিসারদের জন্য ?” একাধিক অফিসারের কাজ নিয়ে মুখ্যসচিবকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, অফিসারদের কাজের রিপোর্ট তাঁর চাই।
শিক্ষক নিয়োগ নিয়েও মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়ে স্কুল শিক্ষা দফতর। “স্কুল শিক্ষা দফতরেরও খামতি আছে।”
কুর্মিদের প্রতিনিধি-সহ একাধিক সংগঠন ছিল এই বৈঠকে। জঙ্গলমহল সফরের আগেই আদিবাসী সংগঠনগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।
এদিনের বৈঠকে বিরোধীদের উদ্দেশ্যেও তিনি বলেন, ”শিক্ষক নিয়োগই তো করতে দিচ্ছে না। এখানে বিজেপির কয়েকজন বসে আছেন। তারা পিল করছেন আর অ্যান্টাসিড খাচ্ছেন। যখন তোমার হাতে কিছুই নেই, তখন প্যারা টিচারদের নিয়ে কাজ চালাতে হবে।”