November 24, 2024 5:31 am

মোদি-শাহের ভরসার পাত্র, বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বাড়ল জেপি নাড্ডার

বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বৃদ্ধি , জুন পর্যন্ত সভাপতি পদে নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বাড়ল জেপি নাড্ডার। জানুয়ারি মাস পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। দিল্লিতে বিজেপির দুদিনের রাষ্ট্রীয় অধিবেশনে নাড্ডার নেতৃত্বেই আগামী লোকসভা নির্বাচন লড়ার কথা ঘোষণা করেন অমিত শাহ।

বিজেপি সূত্রের খবর , সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের ভোটে বিজেপি ভাল ফল করেছে বলে মত মোদি-শাহর। তাই এবার নাড্ডার নেতৃত্বেই ২৪ শের লোকসভা নির্বাচনেও লড়ার সিদ্ধান্ত নিল বিজেপির শীর্ষ মহল বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ২৪ শের লোকসভা নির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শেষ পর্যন্ত নাড্ডার ওপরেই ভরসা রাখল গেরুয়া শিবির।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর বিজেপি সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন অমিত শাহ। তাঁর জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বে আসেন জগৎ প্রকাশ নাড্ডা। জুন মাসের পর জেপি নাড্ডাই বিজেপি সর্বভারতীয় সভাপতি থাকেন নাকি অন্য কাউকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয় তার উত্তর দেবে সময়ই।