আরেকবার পরিদর্শন করলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। ইতিমধ্যেই চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির টিম পরিদর্শন করে গিয়েছেন এই মেট্রো পথ৷ যদিও কাজের গতিতে তাঁরা খুশি নন। কবে চালু হবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো ? সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা চালু রয়েছে। আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলের জন্য জোড়া সুড়ঙ্গের মধ্যে শিয়ালদহ থেকে এসপ্লানেড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।
পশ্চিমমুখী সুড়ঙ্গের বৌবাজার অংশে কিছুটা নির্মাণকাজ এখনও বাকি। সেখানে সাইডওয়াল তৈরি করা হচ্ছে। শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী সুড়ঙ্গপথে রেললাইন পাতার কাজ আগেই শেষ হয়েছে। শিয়ালদহ থেকে এসপ্লানেডের মধ্যে তৃতীয় রেলে বিদ্যুৎ সংযোগ নেই। কিন্তু এসপ্লানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে তৃতীয় রেলে বিদ্যুৎ সংযোগ রয়েছে। ২০১৫ সালে রেলমন্ত্রী সুরেশ প্রভু থাকাকালীন তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রসঙ্গ উঠে আসে।
রাজ্য সরকারের প্রস্তাবিত রুট মেনে নেয় কেন্দ্রীয় রেল মন্ত্রক। সমস্যা মেটানোয় রাজ্য সরকারের প্রশংসা করেন তৎকালীন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। যদিও প্রস্তাবিত নতুন মেট্রো রুটের অর্থ সংস্থান কীভাবে হবে তা নিয়ে টানাপড়েন অব্যাহত ছিল। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের দ্বিতীয় দফার জন্য ৭৬৮ কোটি টাকা দিতে আগেই রাজি হয়েছিল জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি।
ইতিমধ্যেই শহরে এসেছিল JIC এর একটি প্রতিনিধি দল। যদিও প্রস্তাবিত নতুন মেট্রো রুটের অর্থ সংস্থান কীভাবে হবে তা নিয়ে টানাপড়েন অব্যাহত ছিল। এই প্রকল্পে ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি। যদিও প্রকল্পের গতি না থাকায় টাকা দিতে নিমরাজি ছিল সংস্থাটি। রাজ্য এবং কেন্দ্রের সমস্যা মেটায় এবার প্রকল্প এলাকা পরিদর্শন করে গেলেন JICA-র ভারতীয় প্রধান।