November 24, 2024 2:03 am

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন – কি ভূমিকা নেবে বিজেপি ? রণকৌশল বৈঠকে বসছে পদ্ম বিধায়করা

বিধানসভায় রণকৌশল বৈঠকে বসছে পদ্ম বিধায়করা। সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। আগামী বৃহস্পতিবার বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কদের কী ভূমিকা হবে তা নিয়েই মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রণকৌশল বৈঠকে আজ বসতে চলেছেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে, বিধানসভায় তাঁদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘বিরোধীদের জন্যই বিধানসভা। কিন্তু বিরোধীদের আচরণ সংযত থাকা উচিত।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য বাজেটও পেশ হবে বৃহস্পতিবার। পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাই আসন্ন অধিবেশনে বিজেপি বিধায়কদের কি ভূমিকা হবে তা নিয়েই আজ মঙ্গলবার বিধানসভায় বৈঠক হবে বলে বিজেপির পরিষদীয় দল সূত্রের খবর। সাম্প্রতিক সময়ে বিধানসভার অধিবেশনে বিভিন্ন ইস্যুতে তুমুল হট্টগোল হয়। বিক্ষোভ ওয়াকআউট করতেও দেখা যায় বিজেপিকে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকের বিজেপি বিধায়কদের বৈঠকে কী কৌশল নেওয়া হয় সেদিকেই এখন নজর সকলের।