রাম মন্দির খোলার সাত দিনের মধ্যেই এল সুখবর। উত্তর প্রদেশ সরকারের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করে ফেলল আমেরিকার সংস্থা। সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর থেকে সেই তথ্য জানানো হয়েছে। অযোধ্যায় বিপুল জনসমাগম হবে এই আশা করেই এই বিনিয়োগ হচ্ছে বলেই জানা যাচ্ছে।
ওই চুক্তি অনুযায়ী , অযোধ্যায় এক বিলাসবহুল হোটেল তৈরি করা হবে। অন্তত ১০০ টি ঘর থাকবে সেই হোটেলে। পূর্ণ্যার্থীদের সুবিধা হওয়ার পাশাপাশি পর্যটন ব্যবসা যাতে এগিয়ে চলে , সেদিকে নজর দেওয়া হচ্ছে এই চুক্তিতে। যোগীর দফতর থেকে যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা থেকে জানা যাচ্ছে , মার্কিন সংস্থা অঞ্জলি ইনভেস্টমেন্ট এলএলসি-র সঙ্গে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত ২৭ জানুয়ারি।
উত্তর প্রদেশের পর্যটন দফতরের ডিরেক্টর প্রখর মিশ্র জানিয়েছেন, হোটেল ও রিসর্ট তৈরি হলে সার্বিকভাবে পর্যটকদের অযোধ্য়া ভ্রমণের অভিজ্ঞতা মধুর হবে। মার্কিন ওই সংস্থার নেতৃত্বে রয়েছেন হায়দরাবাদের ব্যবসায়ী রমেশ নানগুরনুরি। তিনি জানিয়েছেন, পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়াতে ও পর্যটন ব্যবসায় অবদান রাখতেই এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।