ডেঙ্গু পজিটিভ ভারতের তারকা
PB NEWS :- শুভমানকে নিয়ে এল আরও মারাত্মক খবর – ডেঙ্গু পজিটিভ হয়ে হাসপাতালে ভারতের তারকা ওপেনার। কমে গেছে প্লেটলেট – তাই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত। কিছুদিন আগে ডেঙ্গিতে আক্রান্ত হন শুভমন গিল। তবে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। জানা গেছে , তিনি চেন্নাইতে রয়ে গেছেন। দিল্লিতে দলের সঙ্গেও যাননি তিনি। তবে ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে।
টিম ইন্ডিয়া ২০২৩ বিশ্বকাপে রবিবার ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ থেকে শুভমান গিলকে মাঠের বাইরে রাখা হয়ছিল। এমনকি তিনি টিমের সঙ্গে মাঠেও আসেননি৷ তাঁর জায়গায় ভারতের ওপেনিং ম্যাচে সুযোগ পেয়েছিলেন ইশান কিষাণকে। তবে সুযোগ পেয়েও সম্পূর্ণ ফ্লপ ইশান কিষাণ। ২০২৩ বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচটি ১১ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আরও খবর- দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
শুভমানকে নিয়ে এল আরও মারাত্মক খবর – ডেঙ্গু পজিটিভ হয়ে হাসপাতালে ভারতের তারকা ওপেনার
এর আগে অবশ্য টিম ইন্ডিয়ার অন্য একটি সূত্র উদ্ধৃত করে এএনআই জানিয়েছিল, ‘শুভমান গিল সুস্থ হয়ে উঠছেন। টিম ইন্ডিয়ার সঙ্গে দিল্লি যাচ্ছেন তিনি। সারাক্ষণ দলের সঙ্গেই থাকবেন তিনি। চণ্ডীগড়ে নিজের বাড়িতে বিশ্রামেও যাবেন না তিনি। আমরা আশা করছি, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁকে মাঠে দেখা যাবে। আর আফগানিস্তানের বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা নির্ভর করছে পরবর্তী মেডিকেল রিপোর্টের ওপর।’’