May 20, 2024 8:59 pm

মহাকাশে ভারতের স্পেস স্টেশন কবে ? প্রশ্নের চমকপ্রদ জবাব দিলেন ইসরো প্রধান

মহাকাশে ভারতের স্পেস স্টেশন কবে ? প্রশ্নের চমকপ্রদ জবাব দিলেন ইসরো প্রধান

মহাকাশে ভারতের স্পেস স্টেশন

PB NEWS :- মহাশূন্যে একছত্র রাজত্ব , এবার মহাকাশে প্রভাব বিস্তারে যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ইসরো। একের পর এক মিশনে সাফল্য মিললেও, মহাকাশে এখনও স্পেস স্টেশন নেই ভারতের। মহাশূন্যে আমাদের দেশ কবে স্পেস স্টেশন তৈরি করবে, এই প্রশ্নের জবাব দিলেন ইসরো প্রধান এস সোমনাথ। জবাবে তিনি বললেন, “আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যেই ইসরো স্পেস স্টেশন তৈরি করবে।”

মহাকাশে ভারতের স্পেস স্টেশন তৈরি করতে কত সময় লাগবে, এই প্রশ্নের উত্তরে এস সোমনাথ বলেন, “২০ থেকে ২৫ বছরের মধ্যেই স্পেস স্টেশন তৈরি করা সম্ভব হবে বলে মনে করছি আমরা”। তিনি আরও বলেন, “আমরা ধাপে ধাপে এগোচ্ছি। দীর্ঘ সময়ের জন্য মহাকাশে মানুষ পাঠানো এবং আরও কয়েকটি মহাকাশ অভিযান আমাদের লক্ষ্য়ের তালিকায় রয়েছে।”

আরও খবর- গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় রেলের

মহাকাশে ভারতের স্পেস স্টেশন কবে ? প্রশ্নের চমকপ্রদ জবাব দিলেন ইসরো প্রধান

এর আগে ইসরোর প্রাক্তন প্রধান কে শিবনও জানিয়েছিলেন, ইসরো নিজস্ব একটি স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা করছে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের থেকে আলাদাভাবে কাজ করবে ভারতের এই স্পেস স্টেশন। যেহেতু একক প্রচেষ্টায় এই স্পেস স্টেশন তৈরি করা হবে, তাই আকারে তা আন্তর্জাতিক স্পেস স্টেশনের থেকে ছোট হবে। সেখানে মাইক্রো গ্রাভিটি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেই খবর ইসরো সূত্রে।