November 24, 2024 1:34 am

দিল্লিতে ‘শাহী’ সাক্ষাতে রাজ্যপাল ‘বোস’! এদিকে ‘বোসের’ অপেক্ষায় রাজভবনের সামনে ধর্নায় অভিষেক সহ তৃণমূল

দিল্লিতে ‘শাহী’ সাক্ষাতে রাজ্যপাল ‘বোস’! এদিকে ‘বোসের’ অপেক্ষায় রাজভবনের সামনে ধর্নায় অভিষেক সহ তৃণমূল। রাজ ভবন সূত্রে খবর, রাজ্যপাল শুক্রবার দিল্লিই থাকছেন৷ শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রাজ্যপালের৷

বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ ভবন অভিযানে গেলেও রাজ্যপালের সঙ্গে তৃণমূল নেতাদের সাক্ষাৎ হয়নি৷ কারণ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর দিল্লিতে গিয়েছেন তিনি৷ শুক্রবারও রাজ্যপালের কলকাতা ফেরবার সম্ভাবনা কম৷

বৃহস্পতিবার থেকেই রাজ ভবনের সামনে ধর্না শুরু করেছে তৃণমূল কংগ্রেস৷ মূলত কেন্দ্রীয় বঞ্চনা এবং দিল্লিতে রাজ্যের প্রাপ্য আদায়ে গিয়ে দিল্লি পুলিশের হাতে তৃণমূল নেতাদের হেনস্থার প্রতিবাদেই এই কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক৷ ধর্নার নেতৃত্বে রয়েছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল দেখা না করা পর্যন্ত তিনি ওই ধর্নার মঞ্চেই বসে থাকবন৷ বৃহস্পতিবারও সারারাত ওই মঞ্চেই ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷