November 24, 2024 5:14 am

দিনে দিনে গাঢ় হচ্ছে ভারত-আমেরিকার বন্ধুত্ব , বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ বাইডেন প্রশাসন

দিনে দিনে গাঢ় হচ্ছে ভারত-আমেরিকার বন্ধুত্ব , বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ বাইডেন প্রশাসন

ভারত-আমেরিকার বন্ধুত্ব

PB NEWS :- দিনে দিনে গাঢ় হচ্ছে ভারত-আমেরিকার বন্ধুত্ব – দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের প্রশংসা করলেন মার্কিন প্রশাসনের আধিকারিকরা। কূটনৈতিক রিচার্ড ভর্মা বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রশংসা করে বলেন, “শতাব্দীর অন্যতম সফল দ্বিপাক্ষিক সম্পর্ক এটা। এই নিয়ে দ্বিমত থাকতে পারে না। মহাত্মা গান্ধী ও মার্টিন লুথার কিংয়ের অসাধারণ চিন্তাভাবনা ও একই মূল্যবোধের ধারণার উপরে ভিত্তি করেই দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে। আমি দীর্ঘদিন ধরে জয়শঙ্করকে চিনি। আধুনিক ভারত-আমেরিকা সম্পর্কের স্থপতি ওঁ। যদি জয়শঙ্করের অসাধারণ নেতৃত্ব না থাকত বিদেশমন্ত্রী হিসাবে, তবে দুই দেশের সম্পর্ক হয়তো আজকের মতো এত মজবুত হত না।”

আরও খবর- চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স

দিনে দিনে গাঢ় হচ্ছে ভারত-আমেরিকার বন্ধুত্ব , বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ বাইডেন প্রশাসন

আট দিনের মার্কিন সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার, সফরের শেষদিনে বিদেশমন্ত্রীর জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইডেন প্রশাসনের একাধিক শীর্ষ কর্তারা। দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করতে বিদেশমন্ত্রী জয়শঙ্কর নিরলসভাবে যে কাজ করে চলেছেন, তার জন্য প্রশংসা করে তাঁকে ‘আধুনিক ভারত-আমেরিকা সম্পর্কের স্থপতি’ বলেও উল্লেখ করা হল। অনুষ্ঠানে ছিলেন মার্কিন সার্জন জেনারেল বিবেক মূর্তি, ডেপুটি সেক্রেটারি অব স্টেটস রিচার্ড ভর্মা, অভ্যন্তরীণ নীতি পরামর্শদাতা নীরা তান্দেন, ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল পলিসির হোয়াইট হাউসের ডিরেক্টর ডঃ রাহুল গুপ্তা ও ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ডিরেক্টর সেতুরামন পঞ্চনাথন।