September 29, 2024 12:59 am

এয়ারপোর্টের দিকের পথে মেট্রো রেলের কাজ , কাজের জন্য ৬০ দিন ঘুরপথে যান চলাচল

বাইপাসের উপর কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের কাছে পিয়ার নম্বর ১৬৬ থেকে ১৬৭ এর মধ্যে ৭৬ মিটার লম্বা একটি গার্ডার বসানোর কাজ করা হয়েছে৷ ২৪ সেপ্টেম্বর থেকে এই কাজ শুরু করা হয়েছে৷ সেই কারণেই বাইপাস উত্তরমূখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে৷ রাস্তার এয়ারপোর্টের দিকের পথে এই রাস্তায় কাজ চলবে৷ প্রসঙ্গত , নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো সংযুক্তিকরণের কাজ আরও দ্রুত এগোচ্ছে। ইএম বাসপাসের উপর মেট্রো করডিরে গুরুত্বপূর্ণ গার্ডার বসানোর কাজ শুরু করা হয়েছে৷ সেই কারণেই এই কাজের জন্য মোট ৬০ দিন গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে৷ আগামী ৬০ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হবে৷ প্রতিদিন প্রায় ১০০ জন কর্মী এতে কাজ করবেন৷ কাজের ক্ষেত্রে ১০০ জন থাকবেন৷ তিনটি হেভি ডিউটি ক্রেন কাজ করবে৷ থাকবে চারটি ট্রেলার ও একটি জেসিবি৷ ইতিমধ্যে বিষয়টি নিয়ে অনুমতি দিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথিরিটি (কেএমডিএ) , এমনটাই জানা গেছে মেট্রো রেল সূত্রে।

PB NEWS :- বাইপাসের উপর কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের কাছে পিয়ার নম্বর ১৬৬ থেকে ১৬৭ এর মধ্যে ৭৬ মিটার লম্বা একটি গার্ডার বসানোর কাজ করা হয়েছে৷ ২৪ সেপ্টেম্বর থেকে এই কাজ শুরু করা হয়েছে৷ সেই কারণেই বাইপাস উত্তরমূখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে৷ রাস্তার এয়ারপোর্টের দিকের পথে এই রাস্তায় কাজ চলবে৷

প্রসঙ্গত , নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো সংযুক্তিকরণের কাজ আরও দ্রুত এগোচ্ছে। ইএম বাসপাসের উপর মেট্রো করডিরে গুরুত্বপূর্ণ গার্ডার বসানোর কাজ শুরু করা হয়েছে৷ সেই কারণেই এই কাজের জন্য মোট ৬০ দিন গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে৷

আগামী ৬০ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হবে৷ প্রতিদিন প্রায় ১০০ জন কর্মী এতে কাজ করবেন৷ কাজের ক্ষেত্রে ১০০ জন থাকবেন৷ তিনটি হেভি ডিউটি ক্রেন কাজ করবে৷ থাকবে চারটি ট্রেলার ও একটি জেসিবি৷ ইতিমধ্যে বিষয়টি নিয়ে অনুমতি দিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথিরিটি (কেএমডিএ) , এমনটাই জানা গেছে মেট্রো রেল সূত্রে।

“মশা অতি অবুঝ প্রাণী , মশার জন্ম নিয়ন্ত্রণ, এটা একটা খুব জটিল এবং কঠিন বিষয়”- সাফাই কুণালের

মুখ্যমন্ত্রীর পরে এবার বিদেশ সফরে রাজ্যপাল ‘বোস’ – বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ